Monday, August 6, 2018

স্কুল-কলেজের শিক্ষার্থীরা আটক হয়নি: পুলিশ



প্রথম আলাে ফাইল ছবিপ্রথম আলাে ফাইল ছবিস্কুল কলেজের কোনো শিক্ষার্থীকে আটক বা গ্রেপ্তার করা হয়নি বলে জানিয়েছে পুলিশ। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে স্কুলের শিক্ষার্থীদের আটক বা গ্রেপ্তারের যে খবর ছড়িয়েছে তা ঠিক নয়।

পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মারুফ হোসেন সরদার প্রথম আলোকে বলেন, গতকাল রোববার এবং তার আগের দিন শনিবার ধানমন্ডি এলাকায় সংঘর্ষের সময় বেশ কয়েকজন স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের পুলিশ রাস্তা থেকে আটক করে নিরাপদ হেফাজতে রাখে। পরে তাদের বাবা-মাকে ডেকে তাদের অভিভাবকের হাতে বুঝিয়ে দেওয়া হয়।

আন্দোলনে যুক্ত বিশ্ববিদ্যালয় পড়ুয়া বা পূর্ণবয়স্ক কতজনকে আটক বা গ্রেপ্তার করা হয়েছে, জানতে চাইলে পুলিশর উপকমিশনার বলেন, এ বিষয়ে সঠিক তথ্য তার কাছে নেই।Eprothomalo

মারুফ হোসেন সরদার বলেন, ‘আজ শাহবাগ এলাকায় সংঘর্ষ হয়েছে। এর মধ্যেও কেউ আটক বা গ্রেপ্তার হতে পারেন। অফিসাররা থানায় না ফিরলে প্রকৃত সংখ্যা বলা যাবে না। বেশির ভাগ কর্মকর্তা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে মাঠে রয়েছেন।’
আরও সংবাদ
বিষয়:
আইন ও বিচার

1 comment:

Featured Post

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের গ্রেপ্তার ২২ ছাত্র দুই দিনের রিমান্ডে

পুলিশের ওপর হামলা ও ভাঙচুরের পৃথক দুই মামলায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ২২ ছাত্রের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পুলিশের আবেদনের পরিপ...