নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে আওয়ামী লীগ কার্যালয়ে দুর্বৃত্তদের হামলায় দলের আহত কর্মীদের দেখতে হাসপাতালে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে রাজধানীর শেরেবাংলা নগর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে আহতদের দেখতে যান প্রধানমন্ত্রী।প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
দুর্বৃত্তদের হামলায় এক চোখ নষ্ট হয়ে যাওয়া স্বেচ্ছাসেবক লীগের নেতা আরাফাতুল ইসলাম বাপ্পিসহ চারজনের চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উন্নত চিকিৎসার জন্য গুরুতর আহতদের প্রয়োজনে বিদেশে পাঠানোর নির্দেশ দেন তিনি।Eprothomalo
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম, সংসদ সদস্য রুহুল হক, হাবিবে মিল্লাত প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
আরও সংবাদ
বিষয়:
শেখ হাসিনারাজনীতি
No comments:
Post a Comment